জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন বলেছেন বেশী লোভ করে দুধে পানি মেশাবেন না। এতে অন্যকে ঠকিয়ে নিজে লাভবান হবেন না। বরং নিজেই প্রতারিত হবেন। গরু তাজাকরনে পশু চিকিৎসকের পরামর্শ নিবেন। ছেলে ধরা গুজবে কান না দিতে জনসাধারণের প্রতি আহবান জানান।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে গোগনগর মন্ডলবাড়ি দুধবাজার এলাকায় গবাদিপশু পালনে এবং উৎপাদিত পন্যে মানবদেহের ক্ষতিকর হরমোন,স্টেরয়েড ও ক্ষতিকর ক্যামিকেল ব্যবহার থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধকরণ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা প্রানীসম্পদ কর্মকর্তা বাসনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ,সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহম্মেদ, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী, সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্যানেল চেয়ারম্যান নুর হোসেন সওদাগর, ব্যবসায়ী হাজ্বী আনিসুর রহমান, এনায়েত হোসেন চৌধুরী,আনোয়ারুল হক, মোতালেব হোসেন মেম্বার, সাবেক মেম্বার মোঃ আমির হোসেন,যুবলীগ নেতা শাহিদুর রহমান শাহিদ প্রমুখ।