কৃষ্ণ হরিণ হত্যা মামলায় জামিন বাতিল হয়ে যেতে পারে বলিউড সুপারস্টার সালমান খানের। এমনভাবেই এ তারকাকে সতর্ক করলেন আদালত। গত ৪ জুলাই ছিল এই মামলার শুনানি। তবে সেদিন জেলা দায়রা আদালতে উপস্থিত ছিলেন না সালমান খান। আর এতেই বিচারক বেশ বিরক্ত হন। তিনি বলেন, পরের শুনানির দিনও সালমান উপস্থিত না থাকলে তার জামিন খারিজ হয়ে যেতে পারে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭শে সেপ্টেম্বর। শুটিং থেকে সময় বের করতে না পারার কারণে ৪ জুলাই শুনানির দিন উপস্থিত থাকতে পারছেন না বলে আদালতে আবেদন করেছিলেন সালমান।
যদিও আদালত সেই আবেদন মানেননি। বিচারক চন্দ্রকুমার সোনগারা ও সরকার পক্ষের আইনজীবী মহিপাল বিষ্ণইও সালমানের আইনজীবীকে এ বিষয়ে সতর্ক করেন। এদিকে সালমানের আইনজীবী এইচ এম সারস্বত বলেছেন, শুটিং থেকে সময় বের করতে না পারার কারণে আদালতে আসতে পারেননি সালমান। আদালত সালমানকে নির্দেশ দিয়েছেন, পরবর্তী শুনানির দিন উপস্থিত থাকার জন্য। আমরা আদালতের এই নির্দেশকে সম্মান করি।