আড়াইহাজারে মৃত মানুষের কঙ্কাল চুরি ও বিক্রির অপরাধে ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত ৩ টা ৫৫ মিনিটে উচিৎপুরা বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সামনে থেকেতাদেরকে আটক করা হয়। আটক কৃতরা হলো, সোহেল (২৬), জলিল (২৫), সুমন (২২), রাহেল (২০)। এসময় তাদের কাছ থেকে মানুষের কঙ্কাল, মাথা খুলি ও বিভিন্ন অঙ্গের ৪শ ৫০টি হাড় পাওয়া যায়।
আড়াইহাজার থানা পুলিশ আসামীদের বরাত দিয়ে জানান, ৭/৮ জনের একটি চক্র বিভিন্ন কবরস্থান থেকে মৃত: মানুষের কঙ্কাল চুরি করে। তারা ৫শ টাকা রোজে এ কাজটি করে থাকে।
আর মূলহোতা এক একটি কঙ্কাল ডাক্তারদের কাছে ৬/৭ হাজার টাকা বিক্রি করে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।