নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় একই পরিবারের তিন জনকে রিমান্ড দিয়েছে বিজ্ঞ আদালত। রোববার (২১ জুলাই)দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত এর আদালতে ৭ দিনের রিমান্ড চাইলে ৩ দিন মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলো আড়াইহাজার থানার মধ্যাচার এলাকার মৃতঃ মমতাজ মিয়ার ছেলে এরশাদ (৫৫), এরশাদের ছেলে সাইজুর (২৪) ও মেয়ে তাসলিমা (১৮)।
মামলার বিবরনে জানাযায়, আসামী তাসলিমা কলা পাহাড়িয়া উচ্চবিদ্যালয়ে লেখাপড়া করিত। কলা পাহাড়িয়া উচ্চবিদ্যালয়ের পাশে রাধানগর বাজারে একটি ভাড়া বাসায় থাকিত অহিদুর রহমান (উরফে) পশিদ। আসামী তাসলিমা তার বাড়ীর পাশ দিয়ে আসা যাওয়া করিত।
এক সময় আসামী তাসলিমা এর উপর মৃত অহিদুর রহমান উরফে পশিদ এর কুদৃষ্টি পড়লো। অহিদুর রহমান উরফে পশিদ আসামী তাসলিমার অপর ভাই কাউছার (২১) এর সাথে সম্পর্ক গড়ে তুলেন। সেই শুবাদে অহিদুর রহমান উরফে পশিদ আসামীদের বাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র নিয়া আসা যাওয়া করিত এবং সাহায্য সহযোগিতা করিত।
একপর্যায়ে কাউছার (২১) পশিদ এর কাছ থেকে ২৭ হাজার টাকা ধার নিয়া বেশ কিছু দিন পর ফেরত দেওয়ার কথা থাকিলে। কাউছার যথাসময় টাকা ফেরত না দেওয়ায় কাউছার সহ আসামীদের সাথে পশিদের মনমালিন্য চলছিল। তথ্যা প্রযুক্তির মাধ্যমে জানা যায়।
মৃত মোঃ অহিদুর রহমান উরফে পশিদ (৫৭) ২২/৫/১৯ তারিখে রাত অনুমান ১০ ঘটিকার সময় বর্ণিত আসামীদের বাড়িতে ছিল। অতঃপর ২৩/৫/১৯ তারিখে অনুমান সকাল সাড়ে ৬ টার দিকে আসামীদের বাড়ীর পাশে তথা ঘটনাস্থলে পশিদের মৃত দেহ পাওয়ার পর থেকে আসামীরা পলাতক ছিল।