রুপগঞ্জের আলোচিত ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার আসামী জয়নাল আবেদীনকে দুই দিনের রিমান্ড দিয়েছে বিজ্ঞ আদালত। সোমবার (৮ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুরুন নাহার ইয়াছমিন এর আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানাযায়, রুপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ২নং ওয়ার্ডের মৃত: আ: মান্নানের ছেলে জয়নাল আবেদীন বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার দ্বিতীয় আসামী।
উল্লেখ্য, রুপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টিকে চলতি বছরের ২৬ জুন সকালে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় গাজী বাইপাস সড়কে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়। এর ঠিক এক বছর পুর্বে বিউটি আক্তার কুট্টির স্বামী হাসান মুহুরীকে মাদক ব্যবসায়ীরা কুপিয়ে হত্যা করে। ঐ হত্যা মামলার বাদি ছিলেন বিউটি আক্তার কুট্টি।