মৌলভীবাজার জেলার কুলাউড়ার জংশন এলাকায় পর পর দুইদিন একই স্থানে ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।। শনিবার (২০ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে সর্বশেষ কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট-আখাউড়া রেলপথে ঘটনা ঘটে। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটি সকাল ৭টায় সিলেট থেকে ছেড়ে আসে। এর আগে শুক্রবার একই স্থানে আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়।
এদিকে, একই স্থানে পরপর দুদিন দুটি ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এ রেলপথ নিয়ে রেল বিভাগের অবহেলা ও গাফিলতির অভিযোগ এনে রেললাইনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।
এ বিষয়ে কুলাউড়ার স্টেশনমাস্টার মো. মুহিব উদ্দিন জানান, ‘কালনী ট্রেনের একটি চাকা হঠাৎ করেই লাইনচ্যুত হলে সেটি লাইনে তোলা হয়েছে। বারবার কেন এ ঘটনা ঘটছে, তা প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বলতে পারবেন। তারাই তো গতকাল রাত ১২টা পর্যন্ত এখানকার ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করেন।’
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার কথা উল্লেখ করে রেলের উপসহকারী প্রকৌশলী সিলেট (পথ) মো. আশরাফুল আলম বলেন, ‘কেন বারবার একই স্থানে ট্রেনের চাকা লাইনচ্যুত হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।’
এর আগে গতকাল শুক্রবার দুপুরে কুলাউড়া রেলস্টেশনের প্রবেশমুখে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনের দুটি চাকা লাইনচ্যুতির ঘটনা ঘটে। পরে চাকা লাইনে তুলে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।