মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ শ্লোগানে ” মৎস্য হেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্ৰগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৭দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৩ জুলাই ) বেলা ১১টায় সস্তাপুর জেলা কারাগার সংলগ্ন জেলা মৎস্য ভবনে জেলা মৎস্য দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
জেলা মৎস্য কর্মকর্তা এনায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন ।
আরোও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাবানা আক্তার, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক তানমী শাহরিন, সহকারী পরিচালক শওকত আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ শাহরিয়ার সালমা, মোঃ শাহেনুর মিয়া প্রমুখ ।
সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন মৎস্য খামারের উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।