১১ দফা দাবি আদায়ের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এবং বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
নূন্যতম মজুরী ২০হাজার টাকা ও মালিক কতৃক নৌযান শ্রমিক কর্মচারীদের খোরাকী ভাতা ফ্রি সহ বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ১১দফা, সেই সাথে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ১৪ দফা দাবীতে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন দাবী বাস্তবায়ন করার লক্ষ্যে সকল নৌযান ২৪ জুলাই ভোর ৬টা ১মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্ম বিরতির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
নৌযান শ্রমিক নেতা মোজাম্মেল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রী কমিটির সহ-সম্পাদক আক্তার হোসেন, ডেমরা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক জাকির হোসেন জাকির, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, নারায়নগঞ্জ শাখার জাহাজী ফেডারেশনের সভাপতি সরকার আলমগীর মাষ্টার, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও নারায়নগঞ্জ শাখার দপ্তর হোসেন কবির হোসেন, কাউডার শাখার নিজাম উদ্দীন, চট্রগ্রামের কার্যকরী কমিটি সভাপতি বেলায়েত হোসেন বেলায়েত, বি আই ডব্লিউ টি এ এর সম্পাদক জাকির হোসেন চুন্ন, চট্রগ্রামের লাইটার ইউনিয়ন সাধারন সম্পাদক হাবিবুর রহমান মাষ্টার, জাতীয় শ্রমিক লীগের নারায়নগঞ্জ জেলার সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া, জালাল হোসেন,রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানব বন্ধন শেষে নেতৃবৃন্দরা মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন কেরেন।