ফতুল্লা থানার
একটি
পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন ডিজিটাল নিরাপত্তা আইন
মামলায়
আসামী
মাওলানা আল আমিনকে ৫
দিনের
পুলিশ
রিমান্ড দিয়েছেআদালত।
রবিবার (৭জুলাই)
দুপুরে
ফতুল্লা থানার
পুলিশ
১০ দিনের
রিমান্ড চেয়ে
আসামিকে আদালতে
প্রেরন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ
কাউসার
আলমের
আদালতে
আসামীর
৫
দিনের
পুলিশ
রিমান্ড মঞ্জুর
করে।
মামলার বিবরনে জানাযায়, বৃহস্পতিবার ( ৪
জুলাই)
র্যাব-১১ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের বৃত্তিতে ফতুল্লা থানার
মামুদপুর বায়তুল
হুদা
ক্যাডেট মাদ্রাসার প্রধান
শিক্ষক
মাওলানা মোঃ
আল
আমিনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ধর্ষন
ও
তাদের
মাথা
কাটা
ছবি
দিয়ে
অশ্লিল
ছবি
ও
ভিডিও
তৈরীর
অভিযোগ
রয়েছে।
আসামী আল আমিন বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে, বিভিন্ন অযুহাতে ও বিভিন্ন কলা কৌশলে ( পানি খাওয়া রুমে ঝাড়ু দেওয়া, বই পত্র সহ আনুষাঙ্গিক জিনিস পত্র আনায়ন ও বিতরণ) কালে তার মোবাইল ও কম্পিউটারে সংরক্ষিত অশ্লীল ছবি ও ভিডিও দেখিয়ে কমলমতি শিশু শিক্ষার্থীদের জোরপূর্বক ধর্ষন করত ও অশ্লীল ছবি ও ভিডিও তৈরী করে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করত এবং কুরআন শরীফে হাত দিয়ে শিক্ষার্থীদের ওয়াদা করাতো কাউকে না বলার জন্য।