কাজের উদ্যোশে বাসা হতে বাহির হয়ে আর ফিরে আসেনি বাংলা লিংক কোম্পানির কর্মচারী দিপু। এ ব্যাপারে নিখোঁজের মা ফিরোজা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন। জিডি নং- ৯৩০ তারিখ-১৭/০৭/২০১৯ ইং।
জিডিতে কাশিপুর খিল মার্কেট এলাকার নুর ডাক্তার বাড়ীর ভাড়াটিয়া নুরুল আমিন এর স্ত্রী ও নিখোঁজ মহিউদ্দিন আহম্মেদ দিপুর মা ফিরোজা বেগম উল্লেখ করেন, আমার ছেলে দিপু গত ১১/৭/২০১৯ ইং তারিখ সকাল ৮ টায় কাজের উদ্দেশ্যে চাষাড়া বাংলালিংক কোম্পানির অফিসে যাবার জন্য বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সেই দিন থেকে দিপুর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
জিডির তদন্ত প্রাপ্ত কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম মুঠোফোনে জানান, আমরা বিভিন্ন জায়গায় বার্তা পাঠিয়েছে তেমন কোন তথ্য পাওয়া যায়নি।পাইলে জানানো হবে।
সন্তান না পেয়ে পাগল প্রায়। তিনি কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আমার সন্তান কে আমার বুকে ফিরিয়ে দিতে আইন শৃংখলা বাহিনীর প্রতি জোর দাবী জানান।