নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস কর্মী (১৪) কিশোরীকে ধর্ষনের অভিযোগে গোলাম রাব্বি (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) দিবাগত রাতে দেওভোগ নাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাব্বি দেওভোগ নাগবাড়ি এলাকার আনিস মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও খোকন হাওলাদারের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, গোলাম রাব্বি ও কিশোরী দেওভোগ নাগবাড়ি এলাকায় একটি পোশাক তৈরী কারখানাতে এক সাথে কাজ করত। সেই সুবাধে তাদের সাথে পরিচয় হয়। রবিবার কারখানা ছুটি হওয়ার পর কিশোরীকে রাব্বি ধর্ষন করেছে বলে স্থানীয়দের কাছে অভিযোগ দেয় কিশোরী। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে রাব্বিকে আটক করে থানায় নিয়ে আসে । আর কিশোরীকে মেডিকেল টেষ্ট করার জন্য পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।