ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বন্দুদের সাথে গোসল করতে গিয়ে প্রাণ হারালো স্কুল ছাত্র ইমন (১১)।শুক্রবার (২৬ জুলাই)দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এঘটনা ঘটে।
নিহত ইমন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পরান সামারা গ্রামের জসিম উদ্দিনের ছেলে হরিহর পাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
ঘটনার বিবরনে জানা যায়, ইমন তার বন্দুদের সাথে ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নামে । এসময় তার সাথে থঅকা বন্দুরা তাকে খুজে না পেয়ে বাড়িতে খবর দেয়।
পরে বিষয়টি ফতুল্লা থানায় অবগত করলে তারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দেয়। প্রায় ৮ ঘন্টা চেষ্টার পর ইমনের মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসলে। পুলিশ পরিবারের কাছে লাস হস্থান্তর করে।