নারায়ণগঞ্জের সোনারগায়ে মাদকাসক্ত ছেলে পুলিশে দিলো মা। বৃহস্পতিবার (২৫ জুলাই)উপজেলার পৌরসভার সাহাপুর গ্রামে এঘটনা ঘটে।
ঘটনার বিবরনে জানাযায়, উপজেলার পৌরসভার সাহাপুর গ্রামের মৃত আঃ মজিদের ছেলে রিফাত (২৫) দীর্ঘদিন যাবৎ মাদক সেবক করছিল। মাদকাসক্ত হয়ে সে মাদকের টাকা জোগার করতে ডাকাতির শুরু করে। এ পর্যন্ত রিফাতের নামে ৪ টি ডাকাতির মামলা রয়েছে।
গত ১ সপ্তাহ আগে ডাকাতির মামলায় সে জামিনে এসে মাদকের টাকার জন্য তার মাকে মারধর করে ঘরের আসবাবপত্র ভাংচুর ও চুরি শুরু করে। তার অত্যাচার সইতে না পেরে বৃহস্পতিবার সকাল রিফাতের মা তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমারের সরকারের কাছে অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে।