রাঙ্গামাটিতে চলন্ত সিএনজিতে পাহার ধসে দুইজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৩ জুলাই) বেলা ১১ টায় কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ায় ধসে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাউজানের নোয়াপাড়ার অতল বড়ুয়া ও কারিগর পাড়ার সুজয়া অং মারমা। নিহতরা মাটিচাপা পড়া সিএনজির যাত্রী কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জুনায়েদ কাউসার।
এ বিষয়ে কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার আশরাফ আহমেদ রাসেল বলেন, ‘রাইখালী সড়কে একটি সিএনজি মাটিচাপা পড়েছে বলে শুনেছি। এ ঘটনায় দুইজন মাটিচাপা পড়েছেন বলেও জানতে পেরেছি। এ খবর জানার পর আমি ঘটনাস্থলে রওনা হয়েছি।
গত কয়েকদিনের ভারি বর্ষণের কথা উল্লেখ করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফ উদ্দিন জানান, এর ফলে শনিবার সকালে রাইখালী-বাঙ্গালহালিয়া-রাজস্থলী-বান্দরবান প্রধান সড়কের কারিগরপাড়ায় একটি পাহাড়ের আংশিক ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে। ইউএনবি।