বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আরেক আসামি রিশান ফরাজীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রিশানকে গ্রেপ্তার করা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি পুলিশের এ কর্মকর্তা।
রিফাত হত্যা মামলায় এ নিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সাতজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
গত ২ জুলাই ভোররাতে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এর আগে বুধবার রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয়া হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।