জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, অভিবাবকরা নিজেরা সন্তান না পড়িয়ে সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ডের মতো শিক্ষা প্রতিষ্ঠান ও দুষ্টু শিক্ষাকদের কাছে সন্তানদের তুলে দেয়। আর শিক্ষার্থীরা নিযাতর্নের শিকার হয়। শিক্ষার বিষয় অভিবাবকদেরকে সচেতন হয়ে উঠতে হবে।
সোমবার (২২ জুলাই) বিকেলে মানব কল্যাণ পরিষদের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অভিভাবকরা শিক্ষকদের দোষ দেবে কিন্তু নিজেরা পড়াবে না। অন্যদিকে শিক্ষকরা শিক্ষার্থীদের টাকায় পিকনিক করে, ভালো খাবার খায়। কিন্তু প্রশ্ন করুন শিক্ষা সফরে কোথায় গিয়েছিলেন, বলতে পারবে না।
মানব কল্যাণ পরিষদের জেলা চেয়ারম্যান এমএ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার সিরাজ-উল-দৌলা খান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলম প্রমুখ।