সোনারগায়ে ছেলেধরা সন্দেহে আটক দুই ব্যক্তির মধ্যে একজনের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। পরিচয় সনাক্ত ব্যক্তির নাম ইউসুফ সে নোয়াখালী জেলার কবিরহাট থানার আলীপুর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।অপরজন তার কোন নাম ঠিকানা বলতে না পারায় এখনও থানা পুলিশে হেফাজতে রয়েছে।
বুধবার (২৪ জুলাই)সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এলাকায় থেকে তাদেরকে আটক করে স্থানীয় লোকজন।
ইউসুফের মেয়ে জাহানারা জানায়, তার বাবা ইউসুফ মাস খানেক আগে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজেছি কিন্তু পাইনি।
তিনি আরো জানায়, তার বাবা কিছুটা মানসিক ভারসাম্যহীন মাঝে মধ্যে তার মাথায় সমস্যা হলে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
অপরদিকে আটককৃত আরেকজনও পাগল। সে তার নাম ঠিকানা বলতে না পারায় পুলিশ তার পরিচয় সনাক্ত করতে পারে নি। এখনও সে পুলিশ হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন জানান, গতকাল ছেলে সন্দেহে আটক ২ জনের মধ্যে একজনের পরিচয় সনাক্ত করা হয়েছে। সে ছেলে ধরা নয় সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। সে গতকাল কাজ খোজার জন্য আনন্দবাজার আসে। পরে এলাকাবাসী ছেলে ধরা সন্দেহে আটক করে। অপরজন একেবারেই ভারসাম্যহীন সে তার নাম ঠিকানা কিছুই বলতে পারে না। সে পুলিশ হেফাজতে রয়েছে।