সোনারগাঁয়ে আন্ত: জেলা ডাকাত সর্দার রহিমসহ তার ২ সহযোগিদের আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলার বৈদ্যেরবাজার মাছ ঘাট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, আড়াইহাজার উপজেলার ঝাউচর গ্রামের শামসুল হকের ছেলে ডাকাত সর্দার আ: রহিম (৪৫), চর মাধবদী গ্রামের খলিল মিয়ার ছেলে রুবেল (৩২), নরসংদী জেলার মাধবদী থানার গৎারচর গ্রামের বাবুল মিয়ার ছেলে সজিব (২৬)। এসময় তাদের কাছ থেকে ৪৫ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার উপজেলার বৈদ্যেরবাজার মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার আ: রহিমসহ তার ২ সহযোগী রুবেল ও সজিবকে আাটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ৪৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।