সোনারগাঁ থানার ধর্ষন মামলায় দুই আসামীকে ৩ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে আদালত। সোমবার (২২ জুলাই) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলেন নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার ইমানেরকান্দি এলাকার বাসিন্দ শামসুল হক উরফে পাইন্নার ছেলে মোঃ ছালাউদ্দিন (২৪)।
এজাহারে উল্লেখ্য যে, ভিকটিমের আনুমানিক ৬ বছর পূর্বে বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যা সন্তান আছে। ভিকটিমের স্বামী কুয়েত প্রবাসী। গত (২১ জুন) রাত আনুমানিক ২ টার দিকে ভিকটিমের স্বামী বিদেশ থেকে ইন্টারনেট এর মাধ্যমে ইমুতে ফোন করে কিন্তু তখন ভিকটিমের ঘরে নেট না থাকায় ভিকটিম তার মায়ের অনুমতি নিয়ে উঠানে গিয়ে কথা বলতে থাকে।
এসময় আসামীরা কৌশলে ভিকটিমের পিছন দিক দিয়ে আইসা ভিকটিমের নাকে মুখে গামছা দিয়ে চাইপা ধইরা টানা হেছড়া করে ভিকটিমের বাড়ীর দক্ষিন পাশে জৈনক বাতেনের জমিতে নিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে।