Sunday, September 27, 2020
প্রচ্ছদ লিড-২ আড়াইহাজারে নিখোজ শিশু ডোবা থেকে উদ্ধার

আড়াইহাজারে নিখোজ শিশু ডোবা থেকে উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দড়ি বিশনন্দী গ্রামে সুজন নামের পাচঁ বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে।শনিবার (২০ জুলাই)সকালের দিকে কোন একটা সময় এ ঘটনা ঘটে।

পরিবারের তথ্য অনুশারে, সকাল থেকে শিশুটি নিখোজ থাকায় এলাকার বিভিন্ন জায়গায় খোজা খুজি করে। পরে বেলা ১টার দিকে বাড়ীর পাশের ডোবায় শিশুটির মৃত: দেহ ভাসমান অবস্থায় দেখতে পায়।

ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করে।