১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অগ্রণী ব্যাংক অফিসার সমিতি ও অগ্রণী ব্যাংক র্কমচারী সংসদ (সিবিএ) নারায়ণগঞ্জ এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগষ্ট) বিকেলে অগ্রণী ব্যাংক লিঃ র্কোট রোড শাখা র্কাযালয়ে অগ্রণী ব্যাংক নারায়ণগঞ্জ অঞ্চল এর প্রধান উপ-মহাব্যবস্থাপক মোঃ আমনিুল হক এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ (কেন্দ্রীয় কমিটির) সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদ।
শুক্কুর মাহামুদ বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। ওরা মনে করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই এ দেশ শেষ, ওরা জানে না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ ।
এ ছাড়াও তিনি বলেন, রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠিয়ে দিয়ে আরেকটি বোঝা চাপিয়ে দিয়েছে মায়ানমার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী মা তাদের খাদ্য, বস্র ও বাসস্থান দিয়েছেন। এটা নিয়েও বিএনপি ষড়যন্ত্র করছে। তারা একেক সময় একেক কথা বলে আন্দোলনে রূপ রেখা তৈরি করতে চাচ্ছে। কিন্তু তাদের এসব ষড়যন্ত্রে কোন কাজ হবে না। আমরা শোকের মাসকে শক্তিতে রূপান্তর করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক জাতীয় শোক দিবস পালন পরিষদ এর আহ্বায়ক গোলাম মোস্তফা ভূইয়া, নাঃগঞ্জ মহানগর শ্রমিক লীগের সভাপতি হাজী কাজিম উদ্দিন প্রধান, অগ্রণী ব্যাংক জাতীয় শোক দিবস পালন পরিষদ এর যুগ্ম আহ্বায়ক কাজী রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন ভূঁইয়া, যুগ্ন আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাহাব উদ্দনি পাঠান, অফিসার সমিতির যুগ্ম সম্পাদক জি এম মাসুম, কার্যকরী সভাপতি (সিবিএ) মোঃ মতিউর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।