নাসিক ১৭নং ওয়ার্ডের আমহাট্রা এলাকায় আমহাট্রা সচেতন যুব সমাজের উদ্যোগে ও নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগীতায় এডিস মশা নিধনে অভিযান চালানো হয় সহ ওষুধ ছিটানো ও ডেঙ্গু জ্বর সচেতনতামূলুক লিফলেট বিতরন করা হয় এলাকাবাসীদের।
বুধবার (২৮আগষ্ট) সকাল ১০টা থেকে নাসিক ১৭নং ওয়ার্ডের আমহাট্রা এলাকায় এই অভিযানটি চালানো হয়।
এডিস মশা নিধনে অভিযানটি জেলা যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক,নারায়নগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও নারায়নগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান তাহের উদ্দীন আহম্মেদ সানি এর নেতৃত্বে পরিচালিত হয়।তিনি সাংবাদিকদের বলেন,বাংলাদেশের একটি বড় আতংক হচ্ছে ডেঙ্গু জ্বর।আর এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে এডিস মশার কামড়ে।
বাংলাদেশে যেভাবে ডেঙ্গু জ্বরের রোগী বৃদ্ধি পাচ্ছে এবং মৃত্যু বরন করছে তা প্রতিরোধ করা একা সরকারের পক্ষে সম্ভব নয়।সরকারের পাশাপাশি আমাদের নিজেদের এগিয়ে আসতে হবে।প্রতিটি পাড়ায় মহল্লায় যদি এডিস মশা নিধন করা যায় তাহলে এই মহামারী ডেঙ্গু জ্বর থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।তাই সবাইকে অনুরোধ করবো সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন।
এডিস মশা নিধন অভিযানে আরো উপস্থিত ছিলেন আমরা নারায়নগঞ্জবাসীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা নূর উদ্দীন আহম্মেদ, শফি উদ্দীন আহম্মেদ, মোঃমোবারক হোসেন,মোঃওয়াহিদুজ্জামান,নান্নু মিয়া,মোঃআফতাব আলী,হাবিবুর রহমান শ্যামল,মোস্তাফিজুর রহমান শিপলু,জোবায়ের সিকদার জনি,নারায়নগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় উপ-প্রধান আদিত্য সাহা,রক্ত বিভাগীয় প্রধান জয় দত্ত,প্রীতম প্রমূখ।
এডিস মশা নিধন অভিযানে আরো উপস্থিত ছিলেন আমরা নারায়নগঞ্জবাসীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা নূর উদ্দীন আহম্মেদ, শফি উদ্দীন আহম্মেদ, মোঃমোবারক হোসেন,মোঃওয়াহিদুজ্জামান,নান্নু মিয়া,মোঃআফতাব আলী,হাবিবুর রহমান শ্যামল,মোস্তাফিজুর রহমান শিপলু,জোবায়ের সিকদার জনি,নারায়নগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় উপ-প্রধান আদিত্য সাহা,রক্ত বিভাগীয় প্রধান জয় দত্ত,প্রীতম প্রমূখ।