নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডোবা থেকে সায়মা (৫) নামে শিশুর মৃত্য দেহ উদ্ধার করেছে তার পরিবার। শনিবার (১৭ আগষ্ট) বেলা ১১টায় বাড়ির সামনের ডোবা থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নিহত শিশুটি গোপালদী পৌরসভার সদাসদী গ্রামের হাসান আলীর মেয়ে।
পরিবারিক সূত্রে জানাযায়, সকাল ১০টা থেকে সায়মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১১টায় বাড়ির সামনের ডোবা থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।