জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা মনোনীত হয়েছেন প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান। মহিলা পার্টির ২৪১ সদস্যের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে উপদেষ্টা হিসেবে তাকে রাখা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) জাতীয় পার্টির মহাসচিব মো. মশিউর রহমান রাঙ্গার সুপারিশের ভিত্তিতে দলটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের এই কমিটির অনুমোদন দেন। আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা হয়।
কমিটিতে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামকে সভানেত্রী ও সংসদ সদস্য নাজমা আকতারকে সাধারণ সম্পাদিকা করা হয়েছে।
জাতীয় মহিলা পার্টির ২৪১ সদস্যের নতুন এ নির্বাহী কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে ১৮ জনকে। যার মধ্যে একজন হলে পারভীন ওসমান।
উল্লেখ্য, পারভীন ওসমানের স্বামী প্রয়াত সাংসদ নাসিম ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াত সদস্য ছিলেন।