নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় পুলিশের হাত থেকে রক্ষা পেতে পুকুরে ঝাপ দিয়ে প্রাণ হাড়ালো লিটন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার ৮ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন ঐ এলাকার আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্ষীরা জানায়, একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী লিটনকে গ্রেফতার করতে এলাকায় যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দেয় সে। কিন্তু পুকুর থেকে না উঠায় পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করতে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবরি দলের সহযোগী নেয়।
তাদের সহযোগীতায় পুকুর থেকে লিটনের মৃত দেহ উদ্ধার করে। নিহতের মৃত দেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১শ’ শয্যা বিশিষ্ট জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।