১৫ ই আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিন¤্র শ্রদ্ধা রেখে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগ।
নাসিক প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগরে সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম. শামীম ওসমান।
শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরে জুম্মার নামাজের আগমুহুর্তে সুমিলপাড়া এলাকায় নুরে মদিনা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়ায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমনা, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া, যুগ্ম সম্পাদক কালিপদ মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক হোসেন আলম মেম্বার।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাসিক কাউন্সিলর ইফতেখার আলম খোকন, রুহুল আমিন মোল্লা, আরিফুল হক হাসান, ওমর ফারুক, মনোয়ারা বেগম, যুবলীগ নেতা জাকির হোসেন, হাজী মানিক মাষ্টার সহ অসংখ্য নেতাকর্মী প্রমূখ।