নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দেওভোগ তাঁতী পাড়া এলাকায় সোলেমান হোসেন অপু (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় নাগবাড়ী আয়ুব আলীর বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত অপু দেওভোগ তাঁতীপাড়া এলাকার আজিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রমজান মিয়ার ছেলে। সে বাবুরাইল এলাকার একটি ডেকোরেটরের বৈদ্যুতিক মিস্ত্রি।
প্রত্যক্ষদর্ষীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রায়হানের সাথে নিহত অপুর কথা কাটা কাটি হয়। কথা কাটা কাটির এক পর্যায় রায়হান তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।
এসময় তপু মাটিতে লুটিয়ে পরলে আশে পাশে থাকা লোক জন তাকে আশংকাজনক অবস্থায় ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত বলে ঘোষণা করে।
অপরদিকে নিহত তপুর পরিবার জানান, শুক্রবার রাতে বাসা থেকে বের হয়ে নাগবাড়ি মন্দিরের কাছে যায় অপু। ওই সময়ে অজ্ঞাত লোকজন তাকে ছুরিকাঘাত করে।
এ বিষয় ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, কি কারণে কারা তাকে হত্যা করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজন কোন ক্লু জানাতে পারেনি। বিষয়টি তদন্ত চলছে।