রূপগঞ্জে পৃথকস্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রূপসী ও বরপা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুন উপজেলার রূপতসী এলাকার নায়েব আলীর ছেলে, ঢাকা জেলার মোহাম্মদ থানার ২নং নূর জাহান রোডের হাউজনং এল-১৫ এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাফায়েত আবেদীনের রাতিন।
সে এসিএস টেক্সটাইল মিলের আইটিও ডিপার্টমেন্টে ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ও শিপন বরপা এলাকার রফিকের ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে।
রূপগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২০ পিছ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।