রূপগঞ্জে বখাটের ভয়ে নবম শ্রেনীর শিক্ষার্থীর স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে।। তারাব উত্তর পাড়া এলাকার এ কিশোরী ডেমরার বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতো। স্কুলে যাওয়া আসার পথে স্থানীয় বখাটে তারাব উত্তর পাড়া এলাকার রাজুর ছেলে জুনায়েদ ঐ শিক্ষার্থীকে নানাভাবে উত্যক্ত করে আসছিল।
গত ১০ জুলাই সে ও তার সঙ্গীয় আরও ৪ বখাটে স্কুলের গেইট থেকে ওই ছাত্রীকে অপহরণ করতে গেলে স্কুল গেইটের সামনের দোকানীরা ধাওয়া দিয়ে বখাটে জুনায়েদকে ধরে ফেলে। বাকি ৪ জন পালিয়ে যায়। জুনায়েদকে আটক করে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে নিলে ঘটনার বিস্তারিত শুনে প্রধান শিক্ষক রূপগঞ্জ থানায় খবর দিয়ে বখাটেকে পুলিশের হাতে তুলে দেয়।
পরে এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আসামী বখাটে জুনায়েদকে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত আসামিকে কারাগারে প্রেরণ করেন। মামলা অন্য আসামিরা হলো তারাব এলাকার মোতাহারের ছেলে বাপ্পী, নাজমুল মিয়ার ছেলে রায়হান, আমির মিয়ার ছেলে পারভেজ, মামুনের ছেলে রাসেল।
এদিকে গত ৪ আগস্ট আসামি জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীকে নানাভাবে হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে স্কুল ছাত্রীকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়।
বখাটের ভয়ে স্কুলে যেতে পারছে না ওই শিক্ষার্থী। আসামি অব্যাহত হুমকিতে বাদী রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। এ ব্যপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।