বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম আহম্মেদ বাবু।
তিনি বলেছেন, ‘আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। পশু কোরবানির পাশাপাশি মনের পশু কোরবানি দিয়ে জীবনযাপনে স্রষ্টার সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়া আমাদের কর্তব্য।’
রবিবার গণমাধ্যমে পাঠানো নারায়ণগঞ্জবাসীর প্রতি দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইব্রাহিম আহম্মেদ বাবু তার শুভেচ্ছা বার্তা বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করি। কোরবানির শিক্ষাকে বুকে ধারণ করে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’
ছাএদলের এই নেতা বলেন, ‘উৎসব সমাজের সকল ভেদরেখাকে অতিক্রমের মাধ্যমে মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। তাই স্বার্থচিন্তা পরিহার করে মানবকল্যাণ এবং সমাজে শান্তি, ন্যায়, সুবিচার ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় আমাদেরকে সচেষ্ট হতে হবে। আসুন, এই ত্যাগের উৎসবের দিনে অবিচারের নির্মম শিকার গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে শামিল হওয়ার অঙ্গীকার করি।’