ফতুল্লায় ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ২১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ২৫ আগস্ট ফতুল্লা মডেল থানা পুলিশের ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ওয়ারেন্টভূক্ত আসামীরা হলেন- ভোলাইল গেদ্দার বাজার এলাকার ছাইদুল হকের ছেলে শান্ত, কাশিপুর খিল মার্কেট এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে স্বপন মিয়া (৩৫), পূর্ব দেলপাড়া এলাকার মৃত চেরাগ আলীর ছেলে মোঃ শহিদ (৩৮), একই এলাকার মৃত সালাম বেপারীর ছেলে মোঃ আমজাদ হোসেন, নন্দলালপুর এলাকার তোফায়েল আহম্মদ শ্যামলের স্ত্রী মোছাঃ শারমিন আক্তার, নন্দলালপুর এলাকার আহম্মদ উল্লাহর ছেলে তোফায়েল আহম্মেদ শ্যামল।
গত ২১ আগস্ট পাগলা পূর্ব শাহী মহল্লা এলাকায় হত্যা মামলার আসামীরা হলেন- পূর্ব শাহী মহল্লা এলাকার ফজলুল হকের ছেলে মোঃ ওসমান ওরফে রাতুল, পাগলা শাহী বাজার এলাকার আঃ জলিলের ছেলে আলামিন ওরফে বাবু, আঃ কুদ্দুসের ছেলে মোঃ আরিফ।
গত ১২ জুন ভোলাইল গেদ্দার বাজার এলাকায় হত্যা মামলার আসামীরা হলেন- ভোলাইল গেদ্দার বাজার এলাকার আঃ ছাত্তারের ছেলে মুসিলমু (৩১)।
সিধেল চুরি মামলার আসামী সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আমির হোসেন (৩২), আদর্শনগর এলাকায় চাঁদাবাজী মামলার আসামী মৃত আঃ রশিদ সরদারের ছেলে রায়হান (২৫)। গত ২৫ মার্চ রামারবাগ এলাকায় ধর্ষণ মামলার আসামী ফারুক মাতবরের ছেলে রনি (২৮)।
গত ২৪ আগস্ট মাসদাইর এলাকায় মোঃ লিটনকে আটক করে চাঁদা দাবী মামলার আসামী কাশিপুর দক্ষিণ গোয়ালবন্দ এলাকার সাহেব আলী তালুকদারের ছেলে সজল ইসলাম (৩২), চানমারী (রনি মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, উত্তর চাষাড়া) এলাকার মৃত ইউসুফ হাওলাদারের ছেলে মোঃ নজরুল ইসলাম পলাশ (২৮)।
গত ১৯ আগস্ট দেওভোগ বাশমুলি এলাকায় স্বামী-স্ত্রীকে ধারালো অস্ত্র দ্বারা মারধরের মামলার আসামী ১নং বাবুরাইল মোবারক শাহ রোডের বাবুলের ছেলে রানা (৩৩)।
২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার মামলার আসামী পাগলা এলাকার শাহী বাজার জাকিরের বাড়ীর ভাড়াটিয়া কালু মিয়ার ছেলে চান মিয়া (৩০), ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার মামলার আসামী ফাজিলপুর
এলাকার খলিলুর রহমানের ছেলে সাগর (২৪) ও র্যাব কর্তৃক ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার মামলার আসামী শরিফুল ইসলামের ছেলে সুমন হোসেন (২১), মাহমুদপুর এলাকার মৃত আব্দুল সালাম মিয়ার ছেলে মোঃ আসিফ হোসেন (২৩) ও মেয়ে শাহিনা বেগম (২৮)। ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ২১ জন গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।