ময়মনসিংহের গৌরীপুরে বাল্যবিবাহ আয়োজন করায় কনেসহ মাকে ১৫ দিনের জেল দিয়েছেন আদালত। এছাড়াও এ ঘটনায় সহযোগীতা করার অভিযোগে স্থানীয় ইউপি সদস্যকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার রাত ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, স্থানীয় কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী একা খাতুন (১৬), তার মা পারভীন বেগম (৪০) ও সিধলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল তালুকদার (৩০)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা করিম জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমাদের কাছে খবর আসে, সিধলা ইউনিয়নে ধীতপুর গ্রামে এমদাদুল হকের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে একা খাতুনের সঙ্গে পাশের পুনরিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে খোকনের বিয়ের প্রস্তুতি চলছে। পরে ঘটনাস্থলে গিয়ে বিবাহটি বন্ধ ও এর সঙ্গে অভিযুক্তদের শাস্তি প্রদান করা হয়।
এর আগে গতকাল এই বাল্যবিবাহ বন্ধ করতে স্থানীয় ইউপি সদস্যকে নির্দেশ দেয়া হয়েছিলো। কিন্তু আদেশ না মেনে উল্টো সহযোগীতা করেন। তাই তাকে অর্থদণ্ড করা হয়েছে বলেও জানান তিনি।