যশোরের শার্শা উপজেলায় একটি বাড়ির রান্না ঘরের মাটির নিচ থেকে ৬টি তাজা হাত বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচভুলট সীমান্ত থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
খুলানা ২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভুলট বিজিবি ক্যাম্পের সদস্যরা সকালে পাঁচভুলট গ্রামের মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির রান্না ঘরের মাটির নিচে প্লাস্টিকের কৌটার মধ্যে লুকায়িত অবস্থায় ৬টি তাজা হাত বোমা পাওয়া যায়।
তিনি আরও জানান, এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মেহেদী কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত বোমাগুলো শার্শা থানায় জমা দিয়ে একটি মামলা দায়ের করেছে বিজিবি।