যশোরের চৌগাছা উপজেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে গোলাম হোসেন (৫৫) নার্সের ((ব্রাদার) মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সকালে ৫০ শয্যা হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত গোলাম হোসেন (৫৫) সদর উপজেলার নওয়াদাগা গ্রামের বাসিন্দা ও ওই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার)। তার স্ত্রী শামসুন্নাহার একই হাসপাতালের নার্সিং সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। গোলাম হোসেন ২০০৯ সালের ১০ নভেম্বর চৌগাছা হাসপাতালে যোগদান করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএন্ডএফপি) ডা. মাসুদ রানা জানান, গোলাম হোসেন কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সকালে প্রতিদিনের মতো অফিসে এসে তিনি দায়িত্ব পালন শুরু করেন। দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।