চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পৃথক স্থানে এক রাতে সাতটি গরু চুরির খবর পাওয়া গেছে। সোমবার (৫ আগষ্ট)দিবাগত রাতে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের দুটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, করবন্দ গ্রামের খাসের বাড়ির মিজানের গৃহপালিত তিনটি এবং গোসাইপুর গ্রামের হোসেন বেপারীর ক্রয়কৃত চারটি কোরবানির গরু চুরি হয়েছে।
ক্ষতিগ্রস্থ হোসেন বেপারী বলেন, কোরবানি উপলক্ষে গরু কিনে বাড়িতে রেখে লালন-পালন করছি। আর সুযোগ বুঝে চোরের দল চারটি গরু চুরি করে নিয়ে যায়।
এছাড়াও উপাদী দক্ষিণ ইউনিয়নে একই রাতে মাস্টার বাজারে মুদি, স্টেশনারি ও মোবাইল দোকানের সাটার ও তালা ভেঙে মালামাল ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। এ ঘটনার পর এলাকায় পাহারার ব্যবস্থা করা হচ্ছে।