রূপগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা সাব্বির ভুইয়া নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
আহত সাব্বিরের মা শামিমা বেগম অভিযোগে জানান, একই এলাকার সাগর মিয়া, রুবেল, পাপ্পু, শওকত, উজ্জল, ফারুক, নুর ইসলাম এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সেবন করে এলাকায় করে আসছিল।
শামিমা আক্তারের ছেলে সাব্বির তাদেরকে মাদক বিক্রিতে বাঁধা দেয়। এরই জেরে শনিবার সকালে মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে শামিমা বেগমের ছেলে সাব্বির ভুইয়াকে এলোপাথারি কুপিয়ে জখম করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।