নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থেকে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১১ এর একটি অভিযান দল।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন। আটককৃত ছিনতাইকারী কিশোরগঞ্জের কুলিয়ারচরের পীরপুরের গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল মিয়া।
বুধবার (৩১ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
এবিষয় র্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন বলেন, ইসমাইল দীর্ঘদিন ধরেই চিটাগাং রোড এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার নামে এর আগে চাঁদাবাজির মামলা রয়েছে। তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি বাটাল উদ্ধার করা হয়েছে।