নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে ৪টন পলিথিন জব্দ, ও প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকেল ৫টার দিকে পরিবেশ অধিদপ্তর ও র্যাব-১১ সদস্যরা উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় ল্যাব কেয়ার নামে একটি পলিথিন কারখানায় অভিযান চালায়।
এ সময় ৪ টন অবৈধভাবে তৈরীকৃত পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসাইন ভাম্যমান আদালত বসিয়ে ২ লক্ষ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দেয়া হয়।