নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭শ ১৯ ক্যান বিদেশেী বিয়ার সহ মোক্তার হোসেন (৪৮)কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০ টায় শিবু মার্কেট (ঢাকা-নারায়ণগঞ্জ) লিংক রোড থেকে এ বিয়ারসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মোক্তার সদর থানাধীন তামাকপট্টি এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফতুল্লার শিবু মার্কেট এলাকায় শুক্রবার দিবাগত রাতে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ: ১২-৯৮৫৮) তল্লাশি করে ৭শ ১৯ ক্যান বিয়ার পাওয়া যায়।
এসময় গাড়িতে থাকা ব্যক্তি মোক্তার হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।