Tuesday, September 29, 2020
প্রচ্ছদ শহরতলী কালো ব্যাজ পরে কোর্টে জাতীয় শোক দিবস পালন শুরু

কালো ব্যাজ পরে কোর্টে জাতীয় শোক দিবস পালন শুরু

জাতীয় শোকের মাস আগষ্টের ১ম দিন নারায়ণগঞ্জ জেলা আদালতের সামনে অ্যাড. জনি গোপকে কালো ব্যাজ পরিয়ে দেন আওয়ামী মহিলা আইনজীবী পরিষদের সভানেত্রীর এড, সেলিনা ইয়াসমিন।

সেলিনা ইয়াসমিন ও এড. ওয়াহিদা আহম্মেদ রিতার নেতৃত্বে জাতিয় শোক দিবস উপলক্ষে সাধারন মহিলা আইনজীবীদের কালো ব্যাজ পরিয়ে দেন। বৃহস্পতিবার দুপুরে নারায়নগন্জ আদালত প্রাঙনে এ কমসুচী পালন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন এড,মেরিনা বেগম,এড. জিয়াসমিন, এড.সুইটি ইয়াসমিন,, এড,পুজা, এড. চায়না সুলতানা সহ আরো অনেকে।