১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাঙালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগেরর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকীতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(১৫আগষ্ট) সকাল ১০টায় নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর প্রতিকীতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, দোয়া ও মিলাদ মাহফিলের পর এক মিনিট নিরবতা পালন করে নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এবং জাতির জনকের ঘনিষ্ঠ সহচর আব্দুল হাই বলেন,আজকের এই ১৫ আগষ্ট বাংলাদেশের একটি জঘন্যতম একটি দিন।
এই দিনে বাঙালীর জাতির জনক ও বাংলার রক্তিম বীর সৈনিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ পরিবারে হত্যা করা হয়।নরপশুরা ছোট শিশু শেখ রাসেলকেও তারা ছাটে নাই।আমরা সেই নরপশুদের ভূলি নাই যারা মিরজাফরের মত আমাদের প্রানপ্রিয় নেতাকে নিসংসয়ভাবে হত্যা করেছিলো।
এই শেখ মুজিবুর না থাকলে বাংলাদেশ সৃষ্টি হতো না আর সেই মানুষটাকেই হত্যা করা হয়েছে।আমরা জাতির পিতার বিচার পেয়েছি কিন্তু সব হত্যাকারীর বিচার পাই নাই অবিলম্বে বাকি হত্যাকারীদের বিচারের আওতায় এনে বিচার করা হোক।
জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকীতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এড.আবু হাসনাত মোঃশহীদ বাদল বলেন,আজকের এই দিনটি যথাযথভাবে পালন করার জন্য নারায়নগঞ্জের আপাময় জনগন বঙ্গবন্ধুর প্রতিকীতিতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন।
আজকের এই দিনে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো তাদের বাংলার মাঠিতে এনে ফাঁসি দেওয়া হয়েছে এবং বাকিদেরও ফাঁসি দিতে হবে।যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই দলে লুকিয়ে থাকা শয়তান ইবলিশ জামাত শিবির ছিলো তাদের নিষিদ্ধ করা হয়েছে। যার ফলে দেশের মানুষ জ্বালাও পোড়াও থেকে মুক্তি পেয়েছে।
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয় আরো উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য এড.হোসনে আরা বাবলি,এড.সুলতান উদ্দিন নান্নু,এড।আসাদুজ্জামান আসাদ,কাদের,এম.এ রাসেল,কাউন্সিলর সজল,ফতুল্লা আওয়ামীলীগ নেতা শওকত চেয়ারম্যান,সাইফুল্লাহ বাদল,সাবেক ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি,শাহ নিজাম,মীর সোহেল,সাজনু, মজিবুর রহমান প্রমূখ।