পবিত্র আশুরা উপলক্ষে গলাচিপা যুবসমাজের উদ্যোগে এলাকায় নেওয়াজ বিতরন করা হয়। মঙ্গলবার (১০ সেপ্টম্বর) সকাল ৯টায় দোয়া শেষে নেওয়াজ বিতরন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, গলাচিপা জামে মসজিদের উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূইয়া, ১৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি পলাশ আহম্মেদ, সমাজ সেবক হাসান আলী, রবিন,
অরাজনৈতিক সংগঠন নারায়ণগঞ্জ ইয়োর্থ ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাজীব ভূইয়া সহ এলাকার যুবসমাজের নেছার আলী, সাইফুল ইসলাম টিপু, ফারুক হোসেন, মামুন হোসেন, বাবু, শুভ, রোহেদ, সৌরব, আবির ভূইয়া, সানি, প্রিথুল, আকাশ, রাব্বী, বৌশাখ, রিফাত, সিফাত, রিফাত-২, আকিব, ঝলক, হৃদয়, অন্তর, আরাফাত, সাফায়েত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন গলাচিপা গাউছিয়া ছুন্নিয়া হাফেজিয়া মার্দ্রাসার পিন্সিপাল হাফেজ মুহাম্মদ ফয়েজ কবির আহমেদ।