দলে’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত সমাবেশে মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম এর নির্দেশনায় প্রায় ১ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হণ সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে কর্মসূচি শেষে বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপি’র নীতি নিধারকবৃন্দ। সমাবশেস্থলে যাওয়ার পথে উপস্থিত নেতাকর্মীরা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মিছিল করেন। এ সময় নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন নিয়ে শ্লোগান দিতে থাকেন।
এর আগে সকাল থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পল্টন কমিউনিটি সেন্টারের সামনে জড়ো হতে শুরু করেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বক্তব্য শেষে তারা মূল র্যালীতে যোগদান করেন।
মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু ও এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আয়সা সাত্তার, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, নাজমুল হক রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক পাগর প্রধান,
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাবেল, মেহেদী হাসান খান, আরাফাত চৌধুরী, মোস্তাক আহম্মেদ, আলমগীর হোসেন আলম, হুমায়ুন মোল্লা, শরিফ মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, হোসেন লিয়ন, আব্দুল হাসিব, রাজু আহম্মেদ, পাপু, নুর আফসার শাওন, প্রচার সম্পাদক দুলাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল মিয়া সহ জাহিদ প্রধান, কায়ুম, আনোয়ার, রোমান হোসেন রাব্বী,
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলে সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সিরাজ উদ্দিন প্রধান দর্পন, আলতাফ হোসেন ইব্রাহীম সহ জিসান, নাসিম, ইমরান, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব আলী আজগর, মনির মল্লিক, মহানগর বিএনপি নেতা সাইফুল ইসলাম বাবু, মানিক বেপারী, মহানগর ওলামা দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শিব্বির আহম্মেদ সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ণ বিএনপির নেতৃবৃন্দ।