কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সিদ্ধিরগঞ্জে ১২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে ভূমি উন্নয়ন, সীমানা দেয়াল ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সোমবার ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় জালকুড়ি উত্তরপাড়া দশপাইপ এলাকায় প্রকল্পটির নির্মাণ কাজ উদ্বোধন করেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতাশামুল হক।
উদ্বোধনকালে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাসিকের সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার, উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, মোবারক হোসেন, শাহজাহান, সবুর খাঁন, বদর উদ্দিন, শেখ মইনুদ্দিন, আসাদুজ্জামান আসাদ, আক্কাস আলী প্রমূখ।