ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ক্ষমতাসীন দল তাদের দলীয় ক্যাডারদের ব্যবহারের মাধ্যমে ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছে। এ কারণে দলের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলীয় অধিকাংশ কর্মীরা দূর্নীতিগ্রস্ত্র।
এরা মূলত দলের হাই কমান্ড থেকে দূর্নীতির প্রাথমিক পাঠ গ্রহণ করেছে। দেশের প্রত্যেকটি সেক্টরে দূর্নীতির মহড়া চলছে। যা খুভই পরিতাপের বিষয়। সাম্প্রতি সময়ে প্রকাশ পাওয়া দূর্নীতি সমূহ কোন সুস্থ্য মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। তারপরও তারা আশ্চর্যজনকভাবে বিচারের আওতার বাইরে থেকে যাচ্ছে।
সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ হাজী রজ্জব আলী সুপার মার্কেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধিরগঞ্জ থানা শাখার কার্যালয় উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসাইন জিহাদী,
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মুহাম্মদ মাসুস বিল্লাহ, সেক্রটারী সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সহ-সভাপতি শামসুল আলম বাদল, মাষ্টার মোঃ মোজাম্মেল হক টিটু, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি গিয়াসউদ্দিন মুহাম্মদ খালিদ, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আলহাজ্ব শেখ হাসান আলী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম ও ইসলামী শ্রমিক আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মোঃ নেকমত আলী দেওয়ান প্রমূখ।