নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ৪৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩ গ্রাম হেরোইন এবং ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে লাইভ নারায়ণগঞ্জকে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিটিতে বলা হয়, ঢাকা রেঞ্জের ডিআইজি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশে ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ২৫ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সকল থানায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে ২ টি নারী ও শিশু নির্যাতন, ১৩ টি মাদক এবং অন্যান্য ৯ মামলা দায়ের করা হয়েছে। এ সংক্রান্তে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৪৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩ গ্রাম হেরোইন এবং ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এছাড়া ১৪ টি জিআর, গ্রেফতারি পরোয়ানা, ১১ টি সিআর গ্রেফতারি পরোয়ানা এবং ৩ টি সাজা তামিল ও ৩৪ ধারায় অপর ১ জনকে আটক করা হয়। অভিযান অব্যাহত থাকবে।