স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক( উপ সচিব) মোহাম্মদ জাহেদুর রহমান বলেছেন, আমরা বয়স্কভাতা,প্রতিবন্ধী ভাতা,সেলাই মেশিন,নগদ অর্থ,মাতৃত্বকালীন ভাতা সহ নানাভাবে সহযোগিতা করে আসছি।
সরকার প্রধান চান দেশের প্রতিটি মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হোক। এজন্য আপনাদের নগদ অর্থ ঋন প্রদান করছে।এটির সঠিক ব্যবহার করে স্বাবলম্বী হতে আহবান জানাচ্ছি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা মিলনায়তনে পল্লী মাতৃকেন্দ্র ও পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় উপকার ভোগীদের মাঝে ঋন বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান এড আবুল কালাম আজাদ বিশ্বাস,উপজেলা সমাজসেবা অফিসার মিয়া মোহাম্মদ ফিরোজ আহম্মেদ খান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গফফার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন সমাজ সেবা অফিসার মোঃ তাওলাদ হোসেন,আব্দুল হামিদ,মোঃ আলামিন,তাসলিমা আক্তার, তাসলিমা বেগম প্রমুখ।
৭০ জন সুবিধাভোগীদের মাঝে ১৫ লাখ টাকা ঋন বিতরন করা হয়।