প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত বাংলাদেশি একশ টাকা নোটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার বিষয়টির কোনো ভিত্তি নেই বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৩ আগস্ট)এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ।
বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়া হয়নি। এমনকি প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়ার সিদ্ধান্তও নেয়া হয়নি।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমানে কাগুজে সব নোটে বঙ্গবন্ধুর ছবি যুক্ত আছে। নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ১০০ টাকার একটি নোটের ছবি ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি একটি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।