ফতুল্লা বঙ্গবন্ধু দুঃস্থ্য কল্যান পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র মানষের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে ফতুল্লা মুসলিম নগর ইসলামিয়া দাখিল মাদরাসা হল রুমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সমাগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ লুৎফর রহমান স্বপন বলেন, জাতির জনকের কণ্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ বার চেষ্টা করা হয়েছে। পৃথিবীর এমন কোন রাষ্ট্র প্রধান নেই যাকে হত্যার জন্য এতবার চেষ্টা করা হয়েছে।
প্রধানমন্ত্রী সাহসিকতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি নিজের ঘরকে আগে ঠিক করছেন। তার এই সুশানের প্রতিষ্টা লাভের মাধ্যমে তিনি সারা বিশ্বে পরিচিত লাভ করছেন।
ফতুল্লা কল্যান পরিষদের সভাপতি মাহবুব হাসানের ষবাপতিত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বদরু, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান, মুসলিম নগর ইসলামিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ আবু মুছা নেছারি সহ প্রমুখ।