নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর আকবর নগর গ্রামে ভয়ভীতি ও প্রাননাশের হুমকি দেয়ায় হাজ্বী আব্দুর রহিম নিরাপত্তার জন্য থানায় আবুল হোসেন গংদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন।
সোমবার (২ সেপ্টম্বর) ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরীতে আকবর নগর গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র হাজ্বী আব্দুর রহিম উল্লেখ করেন, বিবাদী একই এলাকার মৃত বহর আলীর পুত্র আবুল হোসেন, তার পুত্র আলহাজ্ব মিয়া,শহিদ মিয়া,শামীম মিয়া,স্ত্রী সেলিনা বেগমের সহিত পূর্ব শত্রুুতা রয়েছে। এরই জের ধরে বিবাদীরা আমার ও পরিবারের সদস্যদের ক্ষতি করার উদ্দেশ্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বিবাদীরা মোবাইল ফোনে ও তাদের লোকজন দিয়ে অযোক্তিক দাবী দাবী ধাওয়া করে ভয়ভীতিসহ প্রাননাশের হুমকি প্রদান করে আসছে।
এর আগে বিবাদীরা আমার ভাতিজা জাহিদ ও ভাবী জোসনা বেগমকে মারধর করে জখম করেছিল।
বর্তমানে তারা আমাদের জানমালের ক্ষয়ক্ষতি করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এ ব্যাপারে হাজ্বী রহিম আইনগত ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানায় জিডি নং -৯৪ তারিখ – ২/৯/২০১৯ ইং দায়ের করেন।